Wednesday, August 22, 2012

মায়ায় পড়েছি /কন্ঠে -সাজু


 

মায়ায় পড়েছি
কন্ঠে ঃ সাজু
----------

তোমার বাড়ির রাস্তাটার মায়ায় পড়েছি
তোমার বাড়ির ফুলগাছটার মায়ায় পড়েছি।।
তোমার বাড়ির গেইটের আমি মায়ায় পড়েছি,
তোমার বাড়ির জানালার মায়ায় পড়েছি,
এই ভেবোনা তোমার বাবার ধনের লোভে পড়েছি।
হায় হায় হায় - হায় হায় হায় হায়রে হায় তোমায় ভালবেসেছি (২)।
তোমার বাড়ির ছাদের আমি মায়ায় পড়েছ,
তোমার বাড়ির বারান্দার মায়ায় পড়েছি,
তোমার পড়ার টেবিলের মায়ায় পড়েছি,
তোমার বাড়ির ময়না পাখীর মায়ায় পড়েছি ,
এই ভেবোনা তোমার বাবার ধনের লোভে পড়েছি।
হায় হায় হায় - হায় হায় হায় হায়রে হায় তোমায় ভালবেসেছি (২)।
তোমার বাঁকা ঠোঁটের হাসির মায়ায় পড়েছি,
তোমার কাজল কালো চোখের মায়ায় পড়েছি,
তোমার চুলের গন্ধের আমি মায়ায় পড়েছি,
তোমার সুন্দর নাকের আমি মায়ায় পড়েছি,
এই ভেবোনা তোমার কায়ার মায়ার লোভে পড়েছি।
হায় হায় হায় - হায় হায় হায় হায়রে হায় তোমায় ভালবেসেছি (২)।
তোমার হেলে দুলে চলার মায়ায় পড়েছি,
তোমার চোখের চাহনীর মায়ায় পড়েছি,
তোমার এলোকেশের আমি মায়ায় পড়েছি,
তোমার মুখের মিষ্টি কথার মায়ায় পড়েছি,
এই ভেবোনা তোমার কায়ার মায়ার লোভে পড়েছি।
হায় হায় হায় - হায় হায় হায় হায়রে হায় তোমায় ভালবেসেছি (২)।
তোমার লাল দোপাট্টার মায়ায় পড়েছি,
তোমার ঐ কপালের টিপের মায়ায় পড়েছি ,
তোমার পায়ের নুপুরের মায়ায় পড়েছি ,
তোমার নাকের নোলকের মায়ায় পড়েছি ,
এই ভেবোনা শুধু অলঙ্কারের মায়ায় পড়েছি।
হায় হায় হায় - হায় হায় হায় হায়রে হায় তোমায় ভালবেসেছি (২)।
তোমার আলতা রাঙ্গা পায়ের মায়ায় পড়েছি,
তোমার কানের ঝুমকো দুলের মায়ায় পড়েছি,
তোমার হাতের চুড়ির আমি মায়ায় পড়েছি,
তোমার গলার মালার আমি মায়ায় পড়েছি,
এই ভেবোনা শুধু অলঙ্কারের মায়ায় পড়েছি।
হায় হায় হায় - হায় হায় হায় হায়রে হায় তোমায় ভালবেসেছি (২)।
===================

No comments: