Sunday, September 9, 2012

দূরেদূরে,কন্ঠে-ইমরানও পূঁজা,লিরিক- অনুরূপআইচ

দূরে দূরে




দূরে দূরে (গান)

কন্ঠে : ইমরান ও পূঁজা
লিরিক : অনুরূপ আইচ
-------------------

[গানের অংশ :]

তুমি দূরে দূরে আর থেকোনা
এই চোখে চেয়ে দেখোনা,
তুমি ভালবেসে আমাকে
ঐ হৃদয়ে বেঁধে রেখোনা।
তুমি দূরে দূরে আর থেকোনা।
আজ তোমায় আমি এনে দেবো জ্যোৎস্না,
তুমি কাছে এসে আমার পাশে বসনা।।
প্রেমের দরজা খুলোনা , ভালবাসি বলনা,
তুমি দূরে দূরে আর থেকোনা
এই চোখে চেয়ে দেখোনা।

[সংলাপ অংশ (মেয়ে) :]
জানি,চিঠিটা পড়ার পর আমায় ঠিক যতটা ভালবাস, তারও অনেক বেশী ঘৃণা করবে। কিন্তু আমি আর তোমাকে ঠকাতে পারবনা বলেই আজ আর আসতে পারলামনা। বন্ধুদের সাথে বাজি ধরে তোমায় ভালবেসেছি। অন্য কারো জীবনের সাথে জড়িয়ে আছে আমার জীবন। আমি নাহিদকে ভালবাসি। বাজির এই খেলায় বন্ধুদের হারাতে যেয়ে তোমার ভালবাসার কাছে আমিই হেরে গেলাম। আর জিতে গিয়েও আমি নিজের কাছে পরাজিত। যদি কখনো পারো আমায় ক্ষমা করে দিও।

[গানের অংশ :]
তুমি দূরে দূরে থেকোনা।
তোমার প্রেমে আমি প্রজাপতি হবো,
ফুলে ফুলে উড়ে ভালবাসার কথা কবো।।
তুমি আমায় কাছে ডেকোনা,
প্রেমের সুরভী মাখোনা।

[সংলাপ অংশ(ছেলে) :]
চাইলেই হয়তো তোমাকে ছাড়া বেঁচে থাকতে পারতাম। জানি কষ্ট হতো, তবে অসম্ভব ছিলোনা। কিন্তু, বেঁচে থাকলে তো বাকীটা জীবন তোমাকেই ঘৃণা করে বাঁচতে হবে। তোমায় এতবেশী ভালবেসেছি যে, তোমাকে কখনো ঘৃণা করতে হবে - এ কথা একমুহূর্তের জন্যও ভাবিনি। ভাববই বা কেন ? আমার ভালবাসা তো বাজি ছিলোনা। আজ আমার এই ভালবাসাকে আমি ঘৃণার কাছে এত সহজে হেরে যেতে দেই কি করে বলো ? তাই ঘৃণা করে ভালবাসার চেয়ে তোমায় ভালবেসেই চলে যেতো।

[গানের অংশ : ]
তুমি দূরে দূরে থেকোনা।
**************

গান : দূরে দূরে
কন্ঠে : ইমরান ও পূঁজা
লিরিক : অনুরূপ আইচ
টোন এবং কম্পোজিশন : ইমরান।
এ্যালবাম : মনের কথা।
মডেল : আফরান নিশো, উর্মিলা, নাহিদ।
কনসেপ্ট : রাফি রাহা।
সিনেমাটোগ্রাফার : বিকাশ শাহ।
প্রদর্শনে : মুহাম্মদ জাকারিয়া শাহনগরী (এম জেড এস মিউজিক)
ডাইরেক্টর : শিমুল হাওলাদার।
=============

Wednesday, August 22, 2012

মায়ায় পড়েছি /কন্ঠে -সাজু


 

মায়ায় পড়েছি
কন্ঠে ঃ সাজু
----------

তোমার বাড়ির রাস্তাটার মায়ায় পড়েছি
তোমার বাড়ির ফুলগাছটার মায়ায় পড়েছি।।
তোমার বাড়ির গেইটের আমি মায়ায় পড়েছি,
তোমার বাড়ির জানালার মায়ায় পড়েছি,
এই ভেবোনা তোমার বাবার ধনের লোভে পড়েছি।
হায় হায় হায় - হায় হায় হায় হায়রে হায় তোমায় ভালবেসেছি (২)।
তোমার বাড়ির ছাদের আমি মায়ায় পড়েছ,
তোমার বাড়ির বারান্দার মায়ায় পড়েছি,
তোমার পড়ার টেবিলের মায়ায় পড়েছি,
তোমার বাড়ির ময়না পাখীর মায়ায় পড়েছি ,
এই ভেবোনা তোমার বাবার ধনের লোভে পড়েছি।
হায় হায় হায় - হায় হায় হায় হায়রে হায় তোমায় ভালবেসেছি (২)।
তোমার বাঁকা ঠোঁটের হাসির মায়ায় পড়েছি,
তোমার কাজল কালো চোখের মায়ায় পড়েছি,
তোমার চুলের গন্ধের আমি মায়ায় পড়েছি,
তোমার সুন্দর নাকের আমি মায়ায় পড়েছি,
এই ভেবোনা তোমার কায়ার মায়ার লোভে পড়েছি।
হায় হায় হায় - হায় হায় হায় হায়রে হায় তোমায় ভালবেসেছি (২)।
তোমার হেলে দুলে চলার মায়ায় পড়েছি,
তোমার চোখের চাহনীর মায়ায় পড়েছি,
তোমার এলোকেশের আমি মায়ায় পড়েছি,
তোমার মুখের মিষ্টি কথার মায়ায় পড়েছি,
এই ভেবোনা তোমার কায়ার মায়ার লোভে পড়েছি।
হায় হায় হায় - হায় হায় হায় হায়রে হায় তোমায় ভালবেসেছি (২)।
তোমার লাল দোপাট্টার মায়ায় পড়েছি,
তোমার ঐ কপালের টিপের মায়ায় পড়েছি ,
তোমার পায়ের নুপুরের মায়ায় পড়েছি ,
তোমার নাকের নোলকের মায়ায় পড়েছি ,
এই ভেবোনা শুধু অলঙ্কারের মায়ায় পড়েছি।
হায় হায় হায় - হায় হায় হায় হায়রে হায় তোমায় ভালবেসেছি (২)।
তোমার আলতা রাঙ্গা পায়ের মায়ায় পড়েছি,
তোমার কানের ঝুমকো দুলের মায়ায় পড়েছি,
তোমার হাতের চুড়ির আমি মায়ায় পড়েছি,
তোমার গলার মালার আমি মায়ায় পড়েছি,
এই ভেবোনা শুধু অলঙ্কারের মায়ায় পড়েছি।
হায় হায় হায় - হায় হায় হায় হায়রে হায় তোমায় ভালবেসেছি (২)।
===================

Tuesday, February 14, 2012

VALOBASA VALOBASA / SINGER - NANCY ( BD ) BY ZAKARIA SHAHNAGARI

VALOBASA VALOBASA / SINGER - NANCY ( BD )
ROMANTIC BANGLA VIDEO SONGS  




EDITED BY MOHAMMED ZAKARIA SHAHNAGARI